logo
আপডেট : 6 May, 2018 23:27
বন্দুকধারীদের হাতে ৬ ভারতীয় ইঞ্জিনিয়ার অপহরণ!
মেইল রিপোর্ট

বন্দুকধারীদের হাতে ৬ ভারতীয় ইঞ্জিনিয়ার অপহরণ!

প্রতীকী ছবি

আফগানিস্তানে অজ্ঞাত পরিচয় সশস্ত্র দুস্কৃতিরা ৬ ভারতীয় ই়়ঞ্জিনিয়ারকে অপহরণ করেছে। রোববার সকালে তাদের অপহরণ করা হয় বলে অভিযোগ উঠেছে।

'দ্য আফগানিস্তান ব্রেসনা শেরকাট' নামে একটি নির্মাণ সংস্থার চাকরি করতেন ওই ৬ ইঞ্জিনিয়ার। তারা আফগানিস্তানের বাগলান প্রদেশে একটি ইলেক্ট্রিক সাব স্টেশন তৈরির কাজে নিয়োজিত ছিলেন।

রয়টার্সের খবরে বলা হয়েছে, রোববার সকালে বাসে চড়ে একটি সরকারি পাওয়ার সাব স্টেশনে যাচ্ছিলেন ভারতীয় ইঞ্জিনিয়াররা। পথে বাগ-এ-সামল নামে একটি গ্রামের কাছে কয়েকজন বন্দুকধারী বাসটি আটকে দেয়।

গাড়িটি থামার পর বন্দুকধারীরা চালকসহ ৭ ভারতীয়কে অপহরণ করে। বাগলান পুলিশের মুখপত্র জাবিউল্লা সুজার বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করা হয়েছ।

কাবুলে ভারতীয় দূতাবাসের কর্মকর্তারাও অপহরণের ঘটনার সত্যতা স্বীকার করেছেন। দূতাবাসের পক্ষ থেকে ইঞ্জিনিয়ারদের মুক্ত করার সব রকম চেষ্টা চালানো হচ্ছে বলে জানানো হয়েছে।

তবে কে বা কারা এ অপহরণের ঘটনা ঘটিয়েছে তা এখনো নিশ্চিত হতে পারেনি কোনো কর্তৃপক্ষ। মুক্তিপণ চেয়ে বা কোনো শর্ত দিয়ে যোগাযোগও করেনি অপহরণকারীরা।