যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ভবন হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ট্রাম্পের স্ত্রী মেলানিয়া বন্দি জীবন-যাপন করছেন বলে দাবি করেছেন ফ্রান্সের ফার্স্ট লরা বেনান্তি ম্যাক্রো।
শুক্রবার রাতে 'লেট শো' নামের একটি টেলিভিশন অনুষ্ঠানে মেলানিয়া সম্পর্কে এ দাবি করেছেন ফ্রান্সের ফার্স্ট লেডি লরা বেনান্তি।
গত মাসে ফরাসি প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডি রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্র গিয়েছিলেন। সেখানে মেলানিয়ার দেয়া ডিনারে অংশ নিয়েছিলেন তারা।
ফরাসি ফার্স্ট লেডি কেন এমন দাবি করছে তা জানতে চেয়ে অনুষ্ঠানের উপস্থাপক কলবার্ট প্রশ্ন করলে লরা জানান, ‘তিনি হোয়াইট হাউজে হাউসে এতটাই সীমাবদ্ধ অবস্থায় আছেন যে, একটি জানালাও খুলতে পারেন না।’
ট্রাম্পের সঙ্গে মেলানিয়ার অস্বাভাবিক সম্পর্ক এবং ট্রাম্পের দেয়া একটি চুম্বনের ফুটেজ নিয়েও অনুষ্ঠানে আলোচনা হয়। সূত্র: ভ্যানিটি ভেয়ার।