যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়োগ বাড়ায় দেশটির গত ১৭ বছরের মধ্যে বেকারত্ব সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। এপ্রিল মাসে দেশটির পরিসংখ্যান দফতর বেকারত্বের এক হিসেব প্রকাশ করায় এ তথ্য উঠে এসেছে। খবর এএফপির।
পরিসংখ্যানে বলা হয়েছে, বিগত ১ মাসে দেশটিতে প্রায় ১ লাখ ৬৪ হাজার নতুন নিয়োগ হয়েছে। এর ফলে বেকারত্বের হার নেমে এসেছে ৩ দশমিক ৯ শাতংশে।
এর আগে ২০০০ সালে দেশটিতে বেকারত্বের হার এত নিচে নামে। দীর্ঘ ১৭ বছর পর প্রেসিডেন্ট ট্রাম্পের সময়ে বেকারত্ব সর্বনিম্ব পর্যায়ের আসার এ খবের সাধুবাদ জানিয়েছেন ট্রাম্প।
ট্রাম্প বলেন, বেকারত্ব সর্বনিম্নে নেমে এসেছে। বেশি নিয়োগ হয়েছে, স্বাস্থ্য ,সেবা, শিক্ষা, নির্মাণ এবং ম্যানুফেকচারিং শিল্পে।