logo
আপডেট : 7 May, 2018 23:29
হামাসের ফাঁড়িতে ইসরাইলের বিমান হামলা
মেইল রিপোর্ট

হামাসের ফাঁড়িতে ইসরাইলের বিমান হামলা

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের অবস্থানে বিমান হামলা চালিয়েছে ইসরাইল।

নাম প্রকাশে অনিচ্ছুক ইসরাইলের এক সামরিক মুখপাত্র জানান, ইসরাইলের একটি বিমান গাজা সীমান্তে দেয়ালের কাছে হামাসের একটি পোস্টের ওপর হামলা চালায়।

তিনি দাবি করেন, গাজা থেকে ঘুড়ির মাধ্যমে আগুনে বোমা হামলা চালানো হয়েছে এবং এর জবাবে বিমান হামলা চালানো হয়।

হামাসের সামরিক শাখা ইজ্জেদিন আল-কাসসাম এক বিবৃতিতে বলেছে, ইসরাইলের বিমান সীমান্তে একটি পর্যবেক্ষণ টাওয়ারের ওপর হামলা চালিয়েছে তবে এতে কেউ হতাহত হয়নি।

স্থানীয় কয়েকটি সূত্র জানিয়েছে, ইসরাইলি এফ-১৬ জঙ্গিবিমান গাজার বেইত-লাহিয়া শহরে হামলা চালায় এবং সেখানকার অধিবাসী বিশেষ করে শিশুদের মধ্যে ভয়ভীতি ছড়িয়ে পড়ে।

গত ৩০ মার্চ থেকে ফিলিস্তিনিরা ‘মার্চ অব রিটার্ন’ কর্মসূচি পালন করে আসছে। এরপর থেকে ইসরাইল গাজাবাসীর ওপর হামলার মাত্রা বাড়িয়ে দিয়েছে। গত কয়েক সপ্তাহে অন্তত ৪৫ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন।