logo
আপডেট : 7 May, 2018 23:32
জেরুজালেমে মার্কিন দূতাবাস সরানোর প্রক্রিয়া শুরু
মেইল রিপোর্ট

জেরুজালেমে মার্কিন দূতাবাস সরানোর প্রক্রিয়া শুরু

জেরুজালেমে মার্কিন দূতাবাসের পথ নির্দেশ করে অন্তত তিনটি স্থানে রোড সাইন বসানো হয়েছে। 

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত বছরের ডিসেম্বর মাসে জেরুজালেমকে রাজধানীর স্বীকৃতি দিয়েছে এবং পবিত্র এই নগরীতে দূতাবাস স্থানান্তরের সিদ্ধান্ত নেন।

নিয়মানুসারে দূতাবাসটি খোলার কথা ১৪ মে-তে। এ ব্যাপারে স্থানও নির্বাচন করা হয়েছে। হোয়াইট হাউজের বিভিন্ন সূত্র জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট জেরুজালেমের দূতাবাসটি উদ্বোধন করতে পারেন। কিন্তু বিষয়টি এখনও নিশ্চিত নয়।

ইসরায়েলের প্রধানমন্ত্রী একটি মার্কিন নিউজ চ্যানেলকে বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট দূতাবাসটি উদ্বোধন করলে তার কাছে ভালো লাগবে।

জেরুজালেমকে রাজধানী ঘোষণা বা এখানে মার্কিন দূতাবাস স্থানান্তরের বিষয়ে মার্কিন প্রেসিডেন্টের সিদ্ধান্তকে জাতিসংঘে অনেক দেশই সমর্থন করেনি। তারপরও ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেছেন, অনেক দেশই জেরুজালেমে তাদের দূতাবাস খুলবে। 

গুয়াতেমালা ইতোমধ্যেই জেরুজালেমে তাদের দূতাবাসের কার্যক্রম শুরু করেছে।