logo
আপডেট : 9 May, 2018 01:55
নাসিরকে বাদ রেখে বাংলাদেশের প্রাথমিক দল ঘোষণা
মেইল স্পোর্টস ডেস্ক

নাসিরকে বাদ রেখে বাংলাদেশের প্রাথমিক দল ঘোষণা

আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরকে সামনে রেখে ৩১ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

দল থেকে বাদ পড়েছেন শুভাশিস রায়, সানজামুল ইসলাম, মেহেদী হাসান ও মোহাম্মদ সাইফ উদ্দিন।

ইনজুরির কারণে প্রাথকিম দল থেকে বাদ পড়েছেন নাসির হোসেন।

বিসিবির এই ঘোষিত দলে ডাক পেয়েছেন আগামীর সম্ভাবনাময়ী তরুণ ক্রিকেটার ইয়াসিন আরাফাত। প্রথবারের মতো জাতীয় দলে সুযোগ পেলেন এ তরুণ।

বিসিবির ঘোষিত এই দল নিয়েই ১৩ মে থেকে মিরপুরে অনুশীলন ক্যাম্প শুরু হবে। ক্রিকেটারদের ঐদিন পৌনে নয়টায় জাতীয় দলের ট্রেনার মারিও ভিল্লাভারায়েনের কাছে রিপোর্ট করতে বলা হয়েছে।

প্রাথমিক দলে আছেন: মাশরাফি বিন ‍মুর্তজা, তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন কুমার দাস, মুমিনুল হক সৌরভ, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, নাঈম হাসান, আবু হায়দার রনি, কামরুল ইসলাম রাব্বি, রুবেল হোসেন, নূরুল হাসান সোহান, মোসাদ্দেক হোসেন সৈকত, এনামুল হক বিজয়, আবু জায়েদ চৌধুরী রাহী, নাজমুল হোসেন শান্ত, নাজমুল ইসলাম অপু, মোঃ মিথুন, আরিফুল হক, শফিউল ইসলাম, সাদমান ইসলাম অনিক, ইয়াসিন আরাফাত, আবুল হাসান রাজু ও আব্দুর রাজ্জাক।