logo
আপডেট : 10 May, 2018 15:35
ইসরাইলি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করল সিরিয়া
মেইল রিপোর্ট

ইসরাইলি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করল সিরিয়া

ইসরাইলের জঙ্গিবিমান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র রুখে দিয়েছে সিরিয়ার বিমান প্রতিরক্ষা ইউনিট। গোলান মালভূমিতে সিরিয়ার সামরিক অবস্থানে ইসরাইল এ হামলা চালায়।

বৃহস্পতিবার সকালে সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা এ খবর জানিয়েছে।

এতে বলা হয়, কুনেইত্রা প্রদেশে সামরিকঘাঁটিতে ইসরাইল ক্ষেপণাস্ত্র ছুড়লে সিরিয়ার বিমান প্রতিরক্ষা ইউনিট প্রায় ২০টি ক্ষেপণাস্ত্র ছুড়ে তা ভূপাতিত করে।

সানা বলছে, সিরিয়ার সামরিক বাহিনী দফায় দফায় ইসরাইলি আগ্রাসন মোকাবেলা করছে এবং একের পর এক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করে যাচ্ছে।

এদিকে ইসরাইল দাবি করেছে, সিরিয়া থেকে কিছু ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে এবং সামান্য ক্ষতি হয়েছে।

এর আগে সিরিয়ার গণমাধ্যম জানিয়েছে, ইসরাইলি সেনারা কুনেইত্রা প্রদেশের বা’থ শহরে কামানের গোলা ও মর্টার শেল নিক্ষেপ করেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।