logo
আপডেট : 12 May, 2018 01:11
জেরুজালেমে মার্কিন দূতাবাস উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অর্ধেক রাষ্ট্রদূত থাকছেন না
মেইল রিপোর্ট

জেরুজালেমে মার্কিন দূতাবাস উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অর্ধেক রাষ্ট্রদূত থাকছেন না

ইসরায়েলের রাজধানী হিসেবে জেরুজালেমকে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা দেওয়ার পর আগামী ১৪ মে সেখানে যুক্তরাষ্ট্রে দূতাবাস খুলতে যাচ্ছে। কিন্তু ওই অনুষ্ঠানে আমন্ত্রিত বিশ্বনেতা ও রাষ্ট্রদূতদের অনেকেই থাকছেন না। 

অর্ধেকের বেশি অতিথি আমন্ত্রণ গ্রহণ করেননি। অন্তত ৩০ জন রাষ্ট্রদূতকে আমন্ত্রণ জানানো হয়েছিল ওই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্যে। 

ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ৮৬টি দেশের কাছে আমন্ত্রণ পাঠানো হয়।দিন কয়েক বাকি থাকলেও ওই অনুষ্ঠানে খুব সামান্য অতিথি উপস্থিত থাকার কথা বলেছেন বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র ইমানুয়েল নাহশন।

ইতিমধ্যে ১২টি দেশের পক্ষ থেকে ওই অনুষ্ঠানে উপস্থিত না থাকার কথা ইসরায়েলকে জানিয়ে দেওয়া হয়েছে। হারেৎজ বলছে, ইসরায়েলের রাজধানী হিসেবে জেরুজালেমকে ঘোষণা পররাষ্ট্রনীতির সঙ্গে সাংঘর্ষিক হবার কারণেই এসব দেশের রাষ্ট্রদূত বা অন্য কেউ আগামী রোববারের অনুষ্ঠানে থাকছেন না। 

অস্ট্রেলিয়া, জার্মানি, আয়ারল্যান্ড, মাল্টা, মেক্সিকো, পর্তুগাল, পোল্যান্ড, রাশিয়া ও সুইডেন সুস্পষ্টভাবে উপস্থিত থাকার কথা অস্বীকার করেছে।