logo
আপডেট : 12 May, 2018 01:16
আর্মেনিয়ার সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় শুরু করতে আগ্রহী তুরস্ক
মেইল রিপোর্ট

আর্মেনিয়ার সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় শুরু করতে আগ্রহী তুরস্ক

আর্মেনিয়ার সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় শুরু করতে আগ্রহী তুরস্ক। তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম শুক্রবার এমন কথা জানান।

আর্মেনিয়ার নতুন প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান দুই দেশের মধ্যে পুনরায় কূটনীতিক সম্পর্ক জোরদারের আহ্বান জানানোর প্রেক্ষাপটে ইলদিরিম এমন কথা বলেন।

এসময় তুর্কি প্রধানমন্ত্রী বলেন, যদি আর্মেনিয়া সম্পর্কের নতুন অধ্যায় শুরু করতে আগ্রহী হয় তবে আমরা গভীর মনোযোগের সঙ্গে তা পর্যবেক্ষণ করে ইতিবাচক সিদ্ধান্ত নেব। তবে এজন্য আর্মেনিয়াকে অবশ্যই তার শত্রুতামূলক মনোভাব পরিহার করতে হবে।”

উল্লেখ্য, ২০০৯ সালে তুরস্ক এবং আর্মেনিয়া কূটনীতিক সম্পর্ক স্থাপন এবং সীমান্ত উন্মুক্তকরণে একটি চুক্তি স্বাক্ষর করে। কিন্তু, তুরস্ক এবং আজারবাইজান আর্মেনিয়াকে বিতর্কিত নগনো কারাবাখ অঞ্চল থেকে সেনা প্রত্যাহার করতে বললে দুই দেশের সম্পর্কের তিক্ততা বৃদ্ধি পায়। 

এছাড়াও, আর্মেনিয়া ওসমানীয় সাম্রাজ্যের অধীনে ‘আর্মেনিয়ান গনহত্যার’ স্বীকৃতি দেয়ার জন্য তুরস্কের প্রতি আহ্বান জানিয়ে আসছে।