ইসলামি সহযোগিতা সংস্থা ওআইসি এক বিবৃতিতে পরমাণু সমঝোতা থেকে আমেরিকার বেরিয়ে যাওয়ার ঘোষণার প্রতি সমর্থন জানিয়ে একে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গঠনমূলক পদক্ষেপ হিসেবে অভিহিত করেছে। এমনটাই অভিযোগ ইরানের।
ওআইসির মহাসচিব ইউসুফ বিন আহমাদ আল আসিমে এক বিবৃতিতে ইরানের সঙ্গে পরমাণু সমঝোতা নিয়ে বিতর্কে সৌদি আরব ও ইসরায়েলের প্রতি সমর্থন জানানোর পাশাপাশি এই চুক্তি থেকে প্রেসিডেন্ট ট্রাম্পের বেরিয়ে যাওয়ার ঘোষণার প্রতি সরাসরি সমর্থন জানিয়েছেন বলেই অভিযোগ ইরানের।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি ট্রাম্পের প্রতি সমর্থন জানিয়ে ওআইসি মহাসচিবের এ বক্তব্যকে দায়িত্বজ্ঞানহীন অভিহিত করে বলেছেন, তিনি এ সংস্থার নিরপেক্ষতা ক্ষুণ্ণ করেছেন।
কাসেমি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও সৌদি আরবের সঙ্গে সমন্বয় করেই ওআইসি মহাসচিব ট্রাম্পের ইরান বিরোধী নীতির প্রতি সমর্থন জানিয়েছেন যা থেকে মুসলিম দেশগুলোর এই সংস্থার দুর্বলতা ফুটে উঠেছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওআইসি মহাসচিবের ইরান বিরোধী অবস্থানের তীব্র নিন্দা জানিয়ে দখলদার ইসরাইল ও বিশ্ব সাম্রাজ্যবাদী শক্তির পক্ষে অবস্থান না নেয়ার জন্য ওআইসির প্রতি আহ্বান জানান।
এই সংস্থাকে যাতে কেউ অপব্যবহার করতে না পারে সেজন্য সৌদি আরবের বাইরে জোটের প্রতিনিধিদের নিয়ে বৈঠকের আহ্বান জানিয়েছে ইরান।
কাসেমি বলেন, মুসলিম দেশগুলোর জন্য এটা অত্যন্ত দুর্ভাগ্য ও চিন্তার বিষয় যে, সৌদি আরবের বোকামিপূর্ণ ও বিদ্বেষী নীতি চরিতার্থ করার হাতিয়ারে পরিণত হয়েছে ওআইসি এবং সৌদি আরব ওআইসিকে একটি অকার্যকর ও নিষ্ক্রিয় সংস্থায় পরিণত করেছে। ওআইসি মুসলিম দেশগুলোর সমস্যা সমাধানের কোনো চেষ্টা না করে বরং সৌদিদের পরামর্শ অনুযায়ী এমনসব কাজ করছে যা কেবল ইসরাইলের স্বার্থ রক্ষা করছে।