ইন্দোনেশিয়ায় পুলিশের ওপর হামলাকারী তিন ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে। বুধবার দেশটির সুমাত্রা দ্বীপের রিয়াউপ্রদেশের রাজধানী পেকানব্যারুতে এ ঘটনা ঘটে।
জানা গেছে, পেকানব্যারুতে রিয়াউ পুলিশ সদর দফতরে একদল লোক পুলিশের ওপর হামলার চেষ্টা করে। তাদের মধ্যে একজন জাপানি তলোয়ার নিয়ে হামলা চালিয়ে দুই পুলিশ সদস্যকে জখম করে।
এ সময় পুলিশের গুলিতে ওই তলোয়ারধারীসহ আরও দুই হামলাকারী নিহত হন।
পুলিশের প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের একজনের শরীরে একটি বেল্ট বাঁধা ছিল, যাকে বিস্ফোরক বেল্ট বলে সন্দেহ করা হচ্ছে।
হামলাকারীদের মধ্যে অপর একজনকে গ্রেফতার করা হয়েছে এবং আরও চারজন ঘটনাস্থল থেকে পালিয়েছেন বলে সন্দেহ করা হচ্ছে।
ওই হামলাকারীরা একটি গাড়ি নিয়ে পুলিশ সদরদফতরের প্রাঙ্গণে প্রবেশ করে হামলার চেষ্টা করে বলে প্রতিবেদনটিতে বলা হয়েছে। এ হামলার ঘটনায় পুলিশ সদরদফতরে অবস্থানরত দুই সাংবাদিকও আহত হয়েছেন বলে ইন্দোনেশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা আন্তারা জানিয়েছে।