আপডেট : 18 May, 2018 16:01
মার্কিন নিষেধাজ্ঞায় হিজবুল্লাহ
মেইল রিপোর্ট
লেবাননভিত্তিক গোষ্ঠী হিজবুল্লাহর শীর্ষ নেতৃত্বকে লক্ষ্য করে নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র ও এর উপসাগরীয় মিত্ররা।
ইরান সমর্থিত গোষ্ঠীটির প্রধান সাইয়িদ হাসান নাসরাল্লাহ ও তার সহকারী নাইম কাশেম যুক্তরাষ্ট্রের এবারের নিষেধাজ্ঞায় রয়েছে।
বুধবার মার্কিন অর্থ মন্ত্রণালয় আরও চার ব্যক্তি এবং বৃহত্তর সাহারা অঞ্চলে ক্রিয়াশীল জঙ্গিগোষ্ঠী আইএসের ওপরও নিষেধাজ্ঞা দিয়েছে।
২০১৫ সালে ছয় বিশ্বশক্তির সঙ্গে স্বাক্ষরিত ইরান পরমাণু চুক্তি থেকে বেরিয়ে আসার ঘোষণা দেয়ার সপ্তাহখানেকের মধ্যে এ নিয়ে তৃতীয় দফা নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিল ওয়াশিংটন।