logo
আপডেট : 18 May, 2018 17:22
সোচিতে পুতিন-আসাদ বৈঠক
মেইল রিপোর্ট

সোচিতে পুতিন-আসাদ বৈঠক

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ গত বুধবার রাশিয়ার শোচিতে দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাত করেছেন। তবে তার এ সফর নিয়ে আগেভাগে আন্তর্জাতিক মিডিয়ায় কিছু বলা হয়নি। 

সিরিয়ার প্রেসিডেন্ট আসাদ পুনরায় রুশ প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার জন্যে প্রেসিডেন্ট পুতিনকে অভিনন্দন জানান। 

এ পর্যন্ত সিরিয়ার প্রেসিডেন্ট আসাদের তিনবার রাশিয়া ভ্রমণের খবর পাওয়া গেল।

ক্রেমলিনের এক বিবৃতিতে বলা হয়েছে, সন্ত্রাসের বিরুদ্ধে সিরিয়া সফল হচ্ছে বলে প্রেসিডেন্ট আসাদ প্রেসিডেন্ট পুতিনকে জানিয়েছেন। এর ফলে সিরিয়ায় রাজনৈতিক কর্মকা- চালুর সুযোগ সৃষ্টি হয়েছে বলেও জানান প্রেসিডেন্ট আসাদ। 

প্রেসিডেন্ট পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় রাজনৈতিক সংস্কার নিয়ে জাতিসংঘে আলোচনা শুরুর তাগিদ দেন প্রেসিডেন্ট আসাদ। পশ্চিমা দেশগুলো ও তাদের আরব মিত্রদেশগুলো প্রেসিডেন্ট আসাদের পতন এবং তারপর এধরনের আলোচনার পক্ষপাতি। ফলে জাতিসংঘে এধরনের কোনো আলোচনাই এর আগে সফল হয়নি। 

এছাড়া সিরিয়ায় রুশ বিনিয়োগ নিয়েও শোচিতে দুই নেতা আলাপ করেন বলে জানা গেছে। 

গত ডিসেম্বর সিরিয়ায় একটি রুশ বিমান ঘাঁটি পরিদর্শন করেন প্রেসিডেন্ট পুতিন।