logo
আপডেট : 18 May, 2018 17:24
রমজান মাসে গাজাবাসীর জন্য খোলা থাকবে মিসর সীমান্ত
মেইল রিপোর্ট

রমজান মাসে গাজাবাসীর জন্য খোলা থাকবে মিসর সীমান্ত

ইসরায়েল অবরুদ্ধ গাজা উপত্যকা সংলগ্ন মিসরের রাফাহ সীমান্ত খুলে দেওয়া হয়েছে। 

বৃহস্পতিবার মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি পবিত্র রমজান মাস উপলক্ষ্যে একমাস এই সীমান্ত খুলে দেওয়ার ঘোষণা দেন।

টুইট বার্তায় সিসি বলেন, পবিত্র রমজান মাসজুড়ে রাফাহ সীমান্ত খোলা রাখতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত সোমবার ও মঙ্গলবার গাজা উপত্যকায় ভূমি দিবস উপলক্ষে আন্দোলনরত ৬২ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল বাহিনী। গাজা উপত্যকার নিয়ন্ত্রণ হামাসের কাছে থাকলেও এর সীমান্ত তাদের দখলে নেই। রাফাহ সীমান্ত মিসরের দখলে এবং এরেজ সীমান্ত ইসরায়েলের নিয়ন্ত্রণে রয়েছে। 

২০১৩ সালে সিনাই উপদ্বীপ অঞ্চলে মিসরীয় বাহিনীর ওপর হামলার পরই এই সীমান্ত বন্ধ করে দেয় মিসর।