logo
আপডেট : 20 May, 2018 23:59
বিশ্বের প্রথম ‘ভাসমান’ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র উন্মোচন করলো রাশিয়া
মেইল রিপোর্ট

বিশ্বের প্রথম ‘ভাসমান’ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র উন্মোচন করলো রাশিয়া

প্রথমবারের মত  ‘ভাসমান’ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ‘একাডেমিক লমোনসভ’ উন্মোচন করেছে রাশিয়া। সেন্ট পিটার্সবার্গ থেকে উৎপাদিত হয়ে বৃহস্পতিবার এসে পৌঁছায় মারমানস্ক শহরে। এরপর শনিবার বিদ্যুৎকেন্দ্রটি উন্মোচন করা হয়। এএফপি জানিয়েছে, উন্মোচিত এ বিদ্যুৎ কেন্দ্রটি পরমাণু জ্বালানি পূর্ণ করেই সাইবেরিয়ার দিকে এগিয়ে যাবে।

৪৭২ ফুট দৈর্ঘ্য এবং ৯৮ ফুট প্রস্থের এ জাহাজটিতে দুইটি পারমাণবিক চুল্লি  রয়েছে যা ৩৫ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন করতে পারবে। ২০১৯ সালের গ্রীষ্মের মধ্যে ২১হাজার টন এ জাহাজটি একদম রাশিয়ার উত্তর-পূর্বে আর্কটিক কেন্দ্রের উত্তরে পেভেক বন্দরের দিকে এগিয়ে যাবে।

২ লাখ মানুষের জন্য বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম ভাসমান এ বিদ্যুৎকেন্দ্রটি ৫০হাজার টন কার্বন ডাই অক্সাইড নির্গত হওয়া থেকে রক্ষা করবে। এ প্রসঙ্গে বিদ্যুৎকেন্দ্রটির দায়িত্বে থাকা এক কর্মকর্তা বলেন, এটি বিদ্যুৎ যোগান দেওয়া ছাড়াও টেকসই উন্নয়নের ক্ষেত্রেও ভূমিকা রাখবে।