বাহরাইনে মার্কিন সেনা উপস্থিতির বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ হয়েছে। দেশটিতে মোতায়েন মার্কিন মেরিন সেনা প্রত্যাহার ও মার্কিন নৌঘাঁটি বন্ধের দাবিতে বাহরাইন জুড়ে হাজার হাজার মানুষ এই বিক্ষোভ করেছেন।
রাজধানী মানামসহ দেশের বিভিন্ন স্থানে হাজার হাজার বিক্ষোভকারী রাস্তায় নেমে আসেন এবং তাদের হাতে ছিল নানা রকেমর প্ল্যাকার্ড ও ব্যানার-ফেস্টুন। ব্যানার-ফেস্টুনে লেখা ছিল “আমাদের দেশ ছাড়।’
এছাড়া বাহরাইনের শাসক হামাদ বিন ঈসা আলে খলিফার প্রতি অব্যাহত সমর্থন দেয়ার জন্য বিক্ষোভকারীরা যুক্তরাষ্ট্রে নিন্দা জানিয়ে নানা স্লোগান দেন।
শনিবার বিক্ষোভকারীরা গাজায় ফিলিস্তিনি জনগণের ওপর ইসরাইলের বর্বর হত্যাকাণ্ডেরও নিন্দা জানান।
১৯৯৫ সাল থেকে বাহরাইনে রয়েছে মার্কিন পঞ্চম নৌবহরের ঘাঁটি এবং এ দেশটিতেই রয়েছে মার্কিন নৌবাহিনীর কেন্দ্রীয় কমান্ড।