logo
আপডেট : 23 May, 2018 19:09
সিরিয়ায় আইএসের আত্মঘাতী হামলায় ২৬ ইরানি সেনাসহ নিহত ৩১
মেইল রিপোর্ট

সিরিয়ায় আইএসের আত্মঘাতী হামলায় ২৬ ইরানি সেনাসহ নিহত ৩১

সিরিয়ায় বাশার আল আসাদের পক্ষে লড়াইরত ২৬জন ইরানি সেনা সন্ত্রাসীগোষ্ঠী আইএসে’র বোমা হামলায় নিহত হয়েছে। তবে সেনাদের সঙ্গে সংঘর্ষে পরবর্তীতে আরো ৫ আইএস সদস্য নিহত হয়েছে। 

মঙ্গলবার এই হামলার পর এখনো দুই পক্ষের মাঝে সংঘর্ষ অব্যাহত রয়েছে।

আন্তর্জাতিক পর্যবেক্ষক রামি আদেল রহমান জানান, ঐ ইরানি সেনারা সিরিয়ার প্রাচীন পালমিরা শহরের কাছে মরুভূমিতে মোতায়েন ছিলো। এই সময় তাদের ঘাঁটি লক্ষ্য করে আইএস জঙ্গিরা একটি আত্মঘাতি গাড়ি বোমার বিস্ফোরণ ঘটায়। 

এতে সঙ্গে সঙ্গেই ২৬ ইরানি সেনা নিহত হয় এবং বাকি সেনারা আইএস জঙ্গিদের আক্রমণের পাল্টা জবাব দিতে শুরু করে। এই সংঘর্ষে শেষ খবর পাওয়া পর্যন্ত ৫ আইএস জঙ্গির মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে।

ইতোপূর্বে পালমিরা অঞ্চলে হামলা চালিয়ে আরো দুইবার প্রাচীন শহরটি দখল করে নিয়েছিলো আইএস। তবে সাম্প্রতিক হামলার পর ইরানি যোদ্ধারা পিছু না হটে পাল্টা প্রতিরোধ গড়ে তুলেছে।

উল্লেখ্য, সোমবার রাজধানী দামাস্কাস থেকে বিতাড়িত হয় আইএস। তাদের অধিকার থেকে দামাস্কাসের একটি শহরতলী মুক্ত করার মাধ্যমে সরকারি সেনারা এর নিয়ন্ত্রণ নেয়। তবে সিরিয়ার বিস্তৃত মরু অঞ্চলে আইএস’এর অনেক বিস্তৃত অঞ্চলজুড়ে অবস্থান রয়েছে।