logo
আপডেট : 27 May, 2018 13:53
গাজায় হামাসকে লক্ষ্য করে আবারো ইসরায়েলি বিমান হামলা
মেইল রিপোর্ট

গাজায় হামাসকে লক্ষ্য করে আবারো ইসরায়েলি বিমান হামলা

ইসরায়েল শনিবার রাতে গাজা উপত্যকায় হামাসের লক্ষ্যবস্তুতে দুটি বিমান হামলা চালিয়েছে। তবে তাৎক্ষণিকভাবে এতে হতাহতের কোন খবর পাওয়া যায়নি। 

ফিলিস্তিনের উপকূলীয় অঞ্চলের নিরাপত্তা সূত্র একথা জানায়।

সূত্রটি আরো জানায়, একটি রকেট দক্ষিণাঞ্চলীয় রাফাহ শহরে হামাসের সামরিক শাখা এজেদিনে আল-কাসেম ব্রিগেডের একটি স্থাপনায় আঘাত হেনেছে। অন্যটি গাজার মধ্যাঞ্চলে আঘাত হেনেছে।

ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলে সন্ত্রাসী সংগঠন হামাসের কম্পাউন্ডকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। তারা দ্বিতীয় হামলার বিষয়ে কিছু জানায়নি। আগের দিন গাজার সীমান্ত প্রাচীরে ফিলিস্তিনীদের বিক্ষোভের প্রেক্ষিতে এ হামলা চালানো হয় বলে তারা জানায়।

হামাস সমর্থিত একটি অনলাইন পত্রিকা মারফত জানা যায়, ইসরায়েলি বিমান হামাসের সামরিক শাখার একটি প্রশিক্ষণ কেন্দ্রে আঘাত হানে তবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।