logo
আপডেট : 28 May, 2018 14:34
ফিলিস্তিনিদের পাথরের আঘাতে ইসরায়েলি সেনার মৃত্যু
মেইল রিপোর্ট

ফিলিস্তিনিদের পাথরের আঘাতে ইসরায়েলি সেনার মৃত্যু

ইসরায়েলি সেনাবাহিনী

ফিলিস্তিনের পশ্চিম তীরে বৃহস্পতিবার ইসরায়েলি সেনাবাহিনীর অভিযানের সময় ফিলিস্তিনিদের ছোড়া পাথরে আহত ইসরায়েলি সেনার মৃত্যু হয়েছে।
 
সোমবার ইরানি সংবাদ মাধ্যম রেডিও তেহরান ইসরায়েলি সামরিক বাহিনীর বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে।

ইসরায়েলি বাহিনীর অভিযানের সময় উচু ভবন থেকে ফিলিস্তিনিদের নিক্ষিপ্ত পাথরের আঘাতে ওই সেনাসদস্য আহত হয়েছিলেন।

এদিকে অবরুদ্ধ গাজা উপত্যকার দক্ষিণে রাফাহ শহরের পূর্ব অংশে ইসরায়েলি সেনাদের ট্যাঙ্কের হামলায় আরো দুই ফিলিস্তিনি নিহত হয়েছে।

এ নিয়ে দুই মাসের কম সময়ের মধ্যে ইসরায়েলি সেনাদের হাতে ১৩৩ ফিলিস্তিনি নিহত হয়েছে।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, রোববার ইসরায়েলি সেনারা রাফাহ শহরের কাছে ট্যাঙ্কের গোলা নিক্ষেপ করে। এতে ২৫ বছর বয়সি হোসেইন আল আমর এবং ২৮ বছর বয়সি আব্দুল হালিম আল নাকা নামের দুই তরুণ নিহত হয়।

মন্ত্রণালয় আরো জানিয়েছে, ইসরায়েলি সেনারা ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন ইসলামিক জিহাদের মালিকানাধীন একটি পর্যবেক্ষণ কেন্দ্রকে লক্ষ্য করে ট্যাঙ্কের গোলা নিক্ষেপ করে।

ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, গাজা সীমান্ত বেড়ার কাছে বোমা বিস্ফোরণ ঘটায় পাল্টা জবাব হিসেবে এ হামলা চালানো হয়েছে।