চলতি রমজান মাসে ভারতের নয়া দিল্লির তিহার কারাগারে বন্দি মুসলিমদের সঙ্গে রোজা রাখছেন হিন্দু বন্দিরা। এই কারাগারে আটক ২ হাজার ৯শ ৯৯ জন মুসলিম বন্দি রোজা পালন করছেন। ওই মুসলিমদের সঙ্গে ৫৯ জন হিন্দু বন্দিও রোজা রাখছেন।
গতকাল রোববার নয়া দিল্লিতে ছিল প্রচণ্ড দাবদাহ, তাপমাত্রা ছিল ৪৫ ডিগ্রী সেলসিয়াস। এই প্রচণ্ড তাপদাহেও মুসলিম বন্দিদের সঙ্গে রোজা রেখেছেন ৫৯ হিন্দু বন্দি। রোজাদারদের জন্য বিশেষ ইফতারের আয়োজন করেছে জেল কর্তৃপক্ষ। তিহার কারাগার কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছেন।
৪৫ বছর বয়সী এক হিন্দু নারী অপহরণের হামলায় গ্রেপ্তার হয়ে বন্দি রয়েছেন তিহার কারাগারে। এই নারী জানিয়েছেন, বাইরে থাকা তার ছেলের কল্যাণের জন্য তিনি রোজা রাখছেন।
আরেক কারাবন্দি হিন্দু নারী জানান, তিনি রোজা রাখছেন। কেননা তিনি আশা করছেন, এই রোজা পালনের মাধ্যমে খুব শিগগিরই মুক্তি পাবেন।
২১ বছর বয়সী অপর এক বন্দি জানান, তিনি মুসলিম সহ-বন্দীদের উপবাস ও তাদের সাথে অংশ নিতে রোজা রাখছেন।
কারা কর্তৃপক্ষ জানিয়েছে, তিহার কারাগারে ৯৭ জন নারী বন্দি রয়েছেন। রবিবার দিল্লির তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। প্রচণ্ড এই গরমে যেসব কারাবন্দি রোজা রাখছেন তাদের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।
সূত্র: দ্য সিয়াশাত ডেইলি