logo
আপডেট : 30 May, 2018 02:37
ইসরাইল সীমান্ত থেকে ইরানি সেনা সরাতে বলল রাশিয়া
মেইল রিপোর্ট

ইসরাইল সীমান্ত থেকে ইরানি সেনা সরাতে বলল রাশিয়া

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, সিরিয়ার দক্ষিণাঞ্চলে কেবল সে দেশের সেনাবাহিনী মোতায়েন থাকবে, কোনো জঙ্গি গোষ্ঠী নয়। সিরিয়ার দক্ষিণাঞ্চলের সঙ্গে জর্দান ও ইসরায়েলের সীমান্ত রয়েছে।

মস্কো সফররত মোজাম্বিকের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সোমবার এক যৌথ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে একথা জানান ল্যাভরভ। 

তিনি বলেন, দক্ষিণ সিরিয়া থেকে সব 'অ-সিরিয়' বাহিনী ও সন্ত্রাসী প্রত্যাহার করতে হবে। ওই এলাকা থেকে সন্ত্রাসীরা আপোসে সরে না গেলে তাদের বিরুদ্ধে বলপ্রয়োগ করা হবে বলে হুমকি দেন রুশ পররাষ্ট্রমন্ত্রী।

ইসরায়েল ও জর্দান সীমান্তবর্তী সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় কুনেইত্রা ও দারা প্রদেশে এখনো বেশ কিছু জঙ্গি গোষ্ঠী তৎপর রয়েছে। 

সিরিয়ার সেনাবাহিনী ওই দুটি প্রদেশের নিয়ন্ত্রণ গ্রহণের জন্য ব্যাপকভিত্তিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে বলে খবর দিয়েছে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস।

সন্ত্রাসীদের প্রতি সহানুভুতিশীল লন্ডনভিত্তিক কথিত এ মানবাধিকার সংগঠনটি জানিয়েছে, সিরিয়ার বিমান বাহিনী দারা প্রদেশের জঙ্গিদের আত্মসমর্পণের আহ্বান জানিয়ে এরইমধ্যে আকাশ থেকে লিফলেট বিতরণ করেছে।

দারা প্রদেশের সঙ্গে ইসরায়েল অধিকৃত গোলান মালভূমির সীমান্ত রয়েছে এবং তেল আবিব বহুদিন ধরে সিরিয়ার সংঘর্ষে আহত জঙ্গিদের ওই মালভূমিতে অবস্থিত অস্থায়ী হাসপাতালে চিকিৎসা সেবা দিচ্ছে। দারা প্রদেশ সিরিয়ার সেনাবাহিনীর নিয়ন্ত্রণে আসলে ইসরায়েলের পক্ষে আর জঙ্গিদের সহযোগিতা দেয়া বা গোলান মালভূমির পুরোটা গ্রাস করা সম্ভব হবে না।

১৯৬৭ সালের আরব-ইসরায়েল যুদ্ধে সিরিয়ার গোলান মালভূমির একাংশ দখল করে নেয় তেল আবিব। বর্তমানে জঙ্গিদের সহযোগিতায় এ মালভূমির বাকি অংশও জবর দখলের পরিকল্পনা করেছিল ইসরায়েল।