প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে চাপে রাখতে ভেনেজুয়েলার ১৪ সরকারি কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে কানাডা।
গত মাসেই ছয় বছরের জন্য ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচিত হন নিকোলাস মাদুরো। এরপরই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার উপর নিষেধাজ্ঞা আরোপ করেন। এবার সেই পথে হাঁটলো কানাডাও।
নতুন করে নিষেধাজ্ঞা দেওয়ায় ভেনেজুয়েলার ওই কর্মকর্তাদের সম্পদ বাজেয়াপ্ত করা হয়েছে। শুধু তাই নয়, তাদের সঙ্গে কোনো ধরণের আর্থিক লেনদেন যাতে করা না হয়, সে ব্যাপারেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
কানাডার পররাষ্ট্রমন্ত্রী খ্রিস্টিয়া ফ্রিল্যান্ড বলেন, এই নিষেধাজ্ঞার মাধ্যমে আমরা মাদুরোকে স্পষ্ট বার্তা দিতে চায় যে, গণতন্ত্রের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় তাদের এই পরিণতি ভোগ করতে হবে।
এর আগে গত বছরের সেপ্টেম্বরেও ভেনেজুয়েলার ৪০ সরকারি কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা আরোপ করে কানাডা।