logo
আপডেট : 2 June, 2018 13:35
গাজায় ফিলিস্তিনি নার্সকে গুলি করে হত্যা
মেইল রিপোর্ট

গাজায় ফিলিস্তিনি নার্সকে গুলি করে হত্যা

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভের সময় আহত ফিলিস্তিনিদের চিকিৎসা সেবা দেওয়ার সময় ইসরাইলি সেনাদের গুলিতে একজন নার্স নিহত হয়েছেন। তার নাম রাজান আশরাফ আল-নাজ্জা।

শুক্রবার গাজা উপত্যকা ও ইসরাইল সীমান্তে  অবৈধ দখলদারিত্বের বিরুদ্ধে বিক্ষোভ দেখানোর সময় এমন নির্মম ঘটনা ঘটে।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল কুদরা বলেছেন, রাজান আল নাজ্জার নামে ২১ বছর বয়সী ওই নার্স খান ইউনিসে গুলিবিদ্ধ হয়েছেন। তার এই হত্যাকাণ্ডের পর নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১২৩ জনে।

আল কুদরা বলেন, নাজ্জার ছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বেচ্ছাসেবী। তার বুকে গুলি লাগার সময় তিনি চিকিৎসাকর্মীদের সাদা ইউনিফর্ম পরা ছিলেন।

এক প্রত্যক্ষদর্শী বলেন, একজন আহত ব্যক্তিকে সহায়তা করতে গেল তাকে গুলি করে হত্যা করে স্নাইপাররা।

তিনি বলেন, সাদা ইউনিফর্ম পরা নাজ্জার তার দুই হাত উপরে উঠিয়ে আহতদের সাহায্যে এগিয়ে যাচ্ছিলেন। কিন্তু ইসরাইলি সেনারা তার বুকে গুলি করলে তিনি মাটিতে লুকিয়ে পড়েন।

গত ৩০ মার্চ থেকে নিজ মাতৃভূমিতে ফিরে যাওয়ার লক্ষ্যে ইসরাইল বিরোধী বিক্ষোভ দেখাচ্ছেন গাজার ফিলিস্তিনিরা। তখন থেকে এ পর্যন্ত ইসরাইলি সেনারা নির্বিচারে গুলি চালিয়ে অন্তত ১২৩ ফিলিস্তিনিকে হত্যা করেছে যাদের মধ্যে ১৪টি শিশু রয়েছে। এ ছাড়া, আহত হয়েছেন আরও ১৩ হাজার তিনশ জন যাদের মধ্যে তিনশ জনের অবস্থা আশঙ্কাজনক।