আপডেট : 4 June, 2018 14:28
তিউনিসিয়ার উপকুলে নৌকাডুবি, ৪৮ অভিবাসীর প্রাণহানি
মেইল রিপোর্ট
কোস্টগার্ডের উদ্ধার অভিযান চলছে
তিউনিসিয়ার পূর্ব উপকূলে নৌকাডুবির ঘটনায় অন্তত ৪৮ জন অভিবাসীর প্রাণহানি ঘটেছে। এ ছাড়া আহত আরো ৬৭ জনকে উদ্ধার করেছে কোস্টগার্ড।
দেশটির সরকারের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
তিউনিসিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ওই নৌকায় অন্তত ১৮০ জন যাত্রী ছিলেন। যাত্রীদের মধ্যে ১০০ জনই তিউনিসিয়ার নাগরিক। নৌকাটি কারকেন্নাহ দ্বীপ থেকে ৫ মাইল ও সাফেক্স শহর থেকে ১৬ নটিক্যাল মাইল দূরে অবস্থান করছিল।
তিউনিসিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, রবিবার শেষ রাত থেকে উদ্ধার অভিযান বন্ধ রয়েছে। সোমবার সকাল থেকে পুনরায় এই অভিযান শুরু হবে।
জানা গেছে, ওই নৌকায় ৯০ জনের মতো ধারণক্ষমতা ছিল। কিন্তু আরোহী ছিলেন ১৮০ জন।