logo
আপডেট : 5 June, 2018 02:28
ফিলিস্তিনিদের কবরস্থানকে উদ্যান বানাচ্ছে ইসরাইল
মেইল রিপোর্ট

ফিলিস্তিনিদের কবরস্থানকে উদ্যান বানাচ্ছে ইসরাইল

এবার ফিলিস্তিনিদের কবরস্থান ‘বাব আল রাহমা’ কো ‘জাতীয় উদ্যান’ বানানোর জন্য কাজ শুরু করেছে ইসরাইল। 

দেশটির ‘নেচার অ্যান্ড পার্ক অথরিটি’ (আইএনপিএ) দখলকৃত পূর্ব জেরুজালেমে অবস্থিত কবরস্থানটির একাংশে খোঁড়াখুঁড়ি করছে। ফিলিস্তিনি সংবাদসংস্থা ওয়াফা নিউজ এজেন্সির বরাতে মিডিল ইস্ট মনিটর জানিয়েছে, প্রায় ২০ দিন আগে আইএনপিএর কর্মকর্তারা কবরস্থানটিতে এসে উপস্থিত হয়।

২০১৫ সালেই বাব আল রাহমা নামের কবরস্থানটি ধ্বংস করে সেখানকার জমি জাতীয় উদ্যানে যুক্ত করার কথা জানিয়েছিল ইসরাইল। গত মাসে কবরস্থানটির একাংশ দখলে নিয়ে ওই স্থনাটির চারপাশে ধাতব বেড়া স্থাপন করা হয়। সোমবার থেকে তারা কবরস্থানের মাটির সঙ্গে সঙ্গে মৃত ফিলিস্তিনিদের কবরও খুঁড়ে ফেলছে। 

তাদের ভাষ্য, তারা জাতীয় উদ্যান বানানোর কাজ করছে। ওয়াফা লিখেছে, জাতীয় উদ্যান বানানোর জন্য তারা যে স্থানে কাজ করছে সেই স্থানে শতাব্দী প্রাচীন ফিলিস্তিনি নেতাদের সমাহিত করা হয়েছিল।

উল্লেখ্য, জাতিসংঘের বহুসংখ্যক প্রস্তাবনাতে পূর্ব জেরুজালেমকে অধিকৃত এলাকা হিসেবে উল্লেখ করা হয়েছে। সেখানকার কোনও জমিতে স্থাপনা তৈরির আইনগত বৈধতা নেই ইসরাইলের।