আপডেট : 7 June, 2018 01:57
মালয়েশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের গর্ভনরের পদত্যাগ
মেইল রিপোর্ট
মালয়েশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের গর্ভনর মোহাম্মদ ইব্রাহিম পদত্যাগ করেছেন। চলতি সপ্তাহের সোমবার তিনি পদত্যাগ করেছেন বলে জানা গেছে।
বুধবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির বিন মোহাম্মদ গর্ভনরের পদত্যাগ পত্র গ্রহণের কথা জানান। প্রধানমন্ত্রী আরো বলেন, কেন্দ্রীয় ব্যাংকের নতুন গর্ভনর নিয়োগ নিয়ে তিনি দেশটির রাজা পঞ্চম মোহাম্মদের সঙ্গে দেখা করবেন।
এর আগে সোমবার সদ্য নিয়োগ প্রাপ্ত মালয়েশিয়ার অ্যাটর্নি জোনারেল টমি থমাস বলেন, মালয়েশিয়া ডেভেলআপমেন্ট বারহাড এর তহবিল কেলেঙ্কারির বিরুদ্ধে সুষ্ঠু ব্যবস্থা নেয়াই হবে তার প্রথম উদ্দেশ্য। তবে গর্ভনর কোন আর্থিক কেলঙ্কারি ইস্যুতে পদত্যাগ করেছেন কি না তা জানা যায় নি।