logo
আপডেট : 7 June, 2018 02:16
হোয়াইট হাউসের দিনকাল লিখেছেন বিল ক্লিনটন
মেইল রিপোর্ট

হোয়াইট হাউসের দিনকাল লিখেছেন বিল ক্লিনটন

মার্কিন প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউসে থাকার অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবার লেখক পরিচয়ে আবির্ভূত হতে যাচ্ছেন বিল ক্লিনটন।

সাদামাটা আÍজীবনী কিংবা প্রবন্ধের লেখক নয়, রহস্য-রোমাঞ্চে পূর্ণ রীতিমতো উপন্যাস রচনা করছেন দু’বারের এ প্রেসিডেন্ট। 

মার্কিন লেখক জেমস প্যাটারসনের সঙ্গে যৌথভাবে এ থ্রিলার লিখেছেন বিল ক্লিনটন। বইটির নাম হবে ‘দ্য প্রেসিডেন্ট ইজ মিসিং’। চলতি মাসে বইটি প্রকাশিত হওয়ার কথা রয়েছে। প্রকাশক হিসেবে রয়েছে আলফ্রেড এ নফ অ্যান্ড লিটল ও ব্রাউন অ্যান্ড কোম্পানি।

প্রকাশকরা বলেছেন, ‘বইটি ক্ষমতার সর্বোচ্চ স্তরে পর্দার পেছনে কী ধরনের ঘটনা ঘটে- সেই বিষয়ক রোমাঞ্চকর ও টানটান উত্তেজনার কথা পাঠকদের জানাবে। শুধু প্রেসিডেন্টরা জানেন এমন কিছু প্রক্রিয়া সম্পর্কেও জানতে পারবেন পাঠকরা।’ 

৭০ বছর বয়সী ক্লিনটনের লেখক পরিচয় এবারই প্রথম নয়; ২০০৪ সালে ‘মাই লাইফ’ নামে একটি আত্মজীবনী লিখেছিলেন তিনি। ওই বছর বেস্ট সেলার হয়েছিল বইটি।