মার্কিন প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউসে থাকার অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবার লেখক পরিচয়ে আবির্ভূত হতে যাচ্ছেন বিল ক্লিনটন।
সাদামাটা আÍজীবনী কিংবা প্রবন্ধের লেখক নয়, রহস্য-রোমাঞ্চে পূর্ণ রীতিমতো উপন্যাস রচনা করছেন দু’বারের এ প্রেসিডেন্ট।
মার্কিন লেখক জেমস প্যাটারসনের সঙ্গে যৌথভাবে এ থ্রিলার লিখেছেন বিল ক্লিনটন। বইটির নাম হবে ‘দ্য প্রেসিডেন্ট ইজ মিসিং’। চলতি মাসে বইটি প্রকাশিত হওয়ার কথা রয়েছে। প্রকাশক হিসেবে রয়েছে আলফ্রেড এ নফ অ্যান্ড লিটল ও ব্রাউন অ্যান্ড কোম্পানি।
প্রকাশকরা বলেছেন, ‘বইটি ক্ষমতার সর্বোচ্চ স্তরে পর্দার পেছনে কী ধরনের ঘটনা ঘটে- সেই বিষয়ক রোমাঞ্চকর ও টানটান উত্তেজনার কথা পাঠকদের জানাবে। শুধু প্রেসিডেন্টরা জানেন এমন কিছু প্রক্রিয়া সম্পর্কেও জানতে পারবেন পাঠকরা।’
৭০ বছর বয়সী ক্লিনটনের লেখক পরিচয় এবারই প্রথম নয়; ২০০৪ সালে ‘মাই লাইফ’ নামে একটি আত্মজীবনী লিখেছিলেন তিনি। ওই বছর বেস্ট সেলার হয়েছিল বইটি।