logo
আপডেট : 8 June, 2018 02:04
আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানির যুদ্ধ বিরতি ঘোষণা
মেইল রিপোর্ট

আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানির যুদ্ধ বিরতি ঘোষণা

ফাইল ছবি

আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি তালেবান বিদ্রোহীদের বিরুদ্ধে সরকারি বাহিনীর নিঃশর্ত যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন। 

বৃহস্পতিবার পবিত্র রমজান মাসের শেষে আসন্ন ঈদকে উপলক্ষ্য করেই বৃহস্পতিবার আফগান প্রেসিডেন্ট এই ঘোষণা দেন। তবে তালেবান ছাড়া সন্ত্রাসীগোষ্ঠী আইএস’এর বিরুদ্ধে যুদ্ধবিরতির সময়ে লড়াই চালিয়ে যাবে সরকারি সেনারা।

এই সপ্তাহেই আফগানিস্তানের শীর্ষ উলামারা আত্মঘাতী হামলা নিষিদ্ধ করে ফতোয়া জারি করবার পর এমন ঘোষণা দিলেন আশরাফ ঘানি। কাবুলে অনুষ্ঠিত ওই উলামা সম্মলনের প্রবেশ পথেও হামলা চালিয়েছিলো আইএস। ওই হামলায় ১৪ ব্যক্তি নিহত হন।

এই হামলার পর মোল্লারা আইএস’এর তীব্র প্রতিদ্বন্দ্বী তালেবানদের সঙ্গে যুদ্ধবিরতি ঘোষণার প্রস্তাব দেন। তবে এবারই প্রথম তালেবানদের সঙ্গে যুদ্ধবিরতির ঘোষণা দিলেন না আশরাফ ঘানি। 

এর আগেও তিনি বেশ কয়েকবার শর্ত সাপেক্ষে তালেবানদের সঙ্গে যুদ্ধবিরতি কার্যকর করার উদ্যোগ নিয়েছিলেন। যদিও ২০১৪ সালে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বগ্রহণের পর এটাই তার প্রথম নিঃশর্ত যুদ্ধবিরতির ঘোষণা।