logo
আপডেট : 8 June, 2018 02:28
বর্ষা আসছে বাংলায়
কলকাতা প্রতিনিধি

বর্ষা আসছে বাংলায়

ফাইল ছবি

বাংলাদেশ উপকূলে বঙ্গোপসাগরের ওপর নিম্নচাপের পরিস্থিতি তৈরি হয়েছে। আগামি ৪৮ ঘণ্টার এই নিম্নচাপ আরও ঘনীভূত হবে বলে  অনুমান কলকাতার আলিপুর আবহাওয়া দপ্তরের। 

আবহাওয়া দপ্তর জানাচ্ছে, এর কারণে সমুদ্র উত্তাল হবে। ফলে  মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে যাওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে পশ্চিমবঙ্গে। 

দুই বাংলাতেই মৎস্যজীবী যাঁরা সমুদ্রে মাছ ধরতে বেরিয়েছেন তাদের ৮ জুন দুপুরের মধ্যে ফিরে আসতে বলা হয়েছে। আর যারা বৃহস্পতিবার সমুদ্রে যেতে তোড়জোড় করছেন, তাদের যেতে নিষেধ করছে আবহাওয়া দপ্তর। কেননা উত্তর বঙ্গোপসাগরের ওপর নিম্নচাপের পরিস্থিতির কারণে ৮ জুন থেকে পরিস্থিতি খারাপ হতে পারে। 

৮ থেকে ১১ জুন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টি বাড়বে। তবে ৯ থেকে ১১ জুনের মধ্যে কোনও কোনও জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। একইসঙ্গে পশ্চিমবঙ্গ, ওড়িশা ও বাংলাদেশ উপকূলে ভারি থেকে অতি ভারি বৃষ্টির সাথে ৪০-৫০ এমন কী ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়াও বয়ে যেতে পারে বলে জানানো হয়েছে। 

উত্তর বঙ্গোপসাগরের ওপর নিম্নচাপ ঘনীভূত হলে, তার হাত ধরেই রাজ্যে মৌসুমী বায়ু প্রবেশ করবে বলে অনুমান আবহাওয়া দপ্তরের।  

গত দিন কয়েকে বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় বৃষ্টি হয়েছে। যখন বৃষ্টি হচ্ছে, তখন এবং পরবর্তী কিছু সময়ে তাপমাত্রা কিছু কম থাকলেও, তা আবার উর্ধ্বমুখী হচ্ছে। 

বৃহস্পতিবার সকাল থেকেই আকাশের মুখ ভাড়।  রয়েছে গুমোট গরম। আর্দ্রতাজনিত কারণে অস্বস্তিসূচকের মাত্রাও রয়েছে অনেকটা বেশি।

প্রসঙ্গত, মৌসুমী বায়ু কাছে আসায় বাড়ছে জলীয় বাষ্প। তাই বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে৷ উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপের সম্ভাবনা।

 

নিউইয়র্কমেইল/পশ্চিমবঙ্গ/৮ জুন ২০১৮/শুভজিৎ/এইচএম