logo
আপডেট : 9 June, 2018 02:32
কোরআন প্রতিযোগিতায় বিশ্বে প্রথম বাংলাদেশের তারেক
ঢাকা অফিস

কোরআন প্রতিযোগিতায় বিশ্বে প্রথম বাংলাদেশের তারেক

সৌদি আরবে মদিনায় সম্প্রতি অনুষ্ঠিত হলো মুছাবাকাতু আচগরুল হুফফাজ আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা-২০১৮। আল হায়াতুল আলামিয়্যাহ কর্তৃক আয়োজিত  এই কোরআন প্রতিযোগিতায় (সবচেয়ে ছোট হাফেজদের মধ্যে) প্রথম হয়েছে বাংলাদেশের ক্ষুদে হাফেজ মুহাম্মদ তারেক মনোয়ার।

তারেক চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া-গারাঙ্গিয়া ইউনিয়নের মধ্য গারাঙ্গিয়া রঙ্গিপাড়া হেফজখানা ও এতিমখানা মাদ্রাসার ছাত্র। 

লোহাগাড়ার গর্ব ক্ষুদে হাফেজ মুহাম্মদ তারেক মনোয়ার উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের মালপুকুরিয়া মাদরাসা এলাকার আবেদীন মণির ছেলে।