logo
আপডেট : 10 June, 2018 00:31
ইয়েমেনে সৌদি বিমান হামলা বন্ধে জাতিসংঘের শান্তি পরিকল্পনা
মেইল রিপোর্ট

ইয়েমেনে সৌদি বিমান হামলা বন্ধে জাতিসংঘের শান্তি পরিকল্পনা

ইয়েমেনে সৌদি আরবের স্থল আগ্রাসন ও বিমান হামলা বন্ধে এবার জাতিসংঘ একটি শান্তি প্রস্তাবের পরিকল্পনা করছে। এই প্রস্তাব দেশটির হুথি জনগোষ্ঠীর প্রতিনিধিত্বকারী আনসারুল্লাহ মিলিশিয়া বাহিনী এবং সৌদি আরবের কাছে উপস্থাপন করা হবে।

জাতিসংঘের এক উর্ধ্বতন কর্মকর্তা শুক্রবার রয়টার্সকে জানান, ইয়েমেনে যুদ্ধ বন্ধে ও শান্তি প্রতিষ্ঠায় আন্তর্জাতিক কূটনীতিক প্রচেষ্টার অংশ হিসেবে এই প্রস্তাব দেয়া হবে। 

প্রস্তাব অনুযায়ী ইয়েমেনের আনসারুল্লাহ মিলিশিয়া তাদের হাতে থাকা ব্যালাস্টিক মিসাইলের ব্যবহার পরিত্যাগ করবে। বিনিময়ে সৌদি আরব ইয়েমেনে তাদের অব্যাহত বিমান হামলা বন্ধ করবে।

ইতোমধ্যেই এই শান্তি প্রস্তাবের খসড়া প্রস্তুত করে ফেলেছেন জাতিসংঘের ইয়েমেন বিষয়ক দূত মার্টিন গ্রিফিথস। 

খসড়া প্রস্তাবে আনসারুল্লাহ’র হাতে থাকা সকল ভারী এবং মাঝারি অস্ত্র এবং ক্ষেপণাস্ত্র সমূহ পরিকল্পিতভাবে ত্যাগ করবে বিনিময়ে ইয়েমেনের সকল রাজনৈতিক পক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে হুথিদের নেতৃত্বে একটি সরকার গঠন করতে দেয়া হবে। এই প্রক্রিয়া কার্যকর হলে সৌদি আরবকেও বিমান হামলা বন্ধে চাপ দেবে জাতিসংঘ।