logo
আপডেট : 10 June, 2018 00:37
আফ্রিকার চাদের প্রায় পাঁচলক্ষ শিশু মৃত্যুর মুখে: জাতিসংঘ
মেইল রিপোর্ট

আফ্রিকার চাদের প্রায় পাঁচলক্ষ শিশু মৃত্যুর মুখে: জাতিসংঘ

জাতিসংঘ সতর্ক করে বলেছে যে, আফ্রিকার চাদ হ্রদ অঞ্চলে প্রায় পাঁচলক্ষ শিশু গুরুতর অপুিষ্টর শিকার। এই শিশুদের জীবন বাঁচাতে সহায়তা প্রয়োজন, কিন্তু এই অঞ্চলে মানবিক সাহায্যের অর্থায়ন নাটকীয়ভাবে কম ছিল।

জাতিসংঘের শীর্ষ নেতারা জেনেভায় সাংবাদিকদের বলেন নাইজেরিয়া, নাইজার, চাদ ও ক্যামেরুন দেশগুলোর চাদ হ্রদ অঞ্চলের জন্য দুর্ভিক্ষ মোকাবেলার তহবিল জরুরীভিত্তিতে প্রয়োজন।

নাইজারে নিযুক্ত জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সমন্বয়কারী বিলিনতু জিবো বলেন, এই অঞ্চলে তীব্র নিরাপত্তা ও মানবিক সংকট রয়েছে।

জাতিসংঘের পরিসংখ্যান অনুযায়ী চাদ হ্রদ অঞ্চলের প্রায় ৫ মিলিয়ন মানুষ  আংশিকভাবে খাদ্য সংকটে ভুগছে। তবে এই অঞ্চলের পাঁচ বছরের কম বয়সী শিশুদের অর্ধেক মোট ৪ লক্ষ ৯০হাজার শিশু তীব্র অপুষ্টিতে ভুগছে।

একই সময়ে, প্রায় ২৪ লক্ষ মানুষ সংঘাত এবং খাদ্য নিরাপত্তাহীনতার কারণে বাস্তুচ্যুত হয়েছে।