logo
আপডেট : 14 June, 2018 01:25
রোজাদারদের কাছ থেকে ভাড়া নেন না এক হিন্দু অটোচালক
মেইল রিপোর্ট

রোজাদারদের কাছ থেকে ভাড়া নেন না এক হিন্দু অটোচালক

ভারতের উত্তর প্রদেশের বাসিন্দা অটোচালক প্রহ্লাদ

ভারতের উত্তর প্রদেশের বাসিন্দা তিনি। ৩৪ বছর বয়সী এই অটোচালকের নাম প্রহ্লাদ। রোজগার তার সামান্য হলেও এক অসামান্য নজির রাখছেন চলতি রমজান মাসে।

চলতি রমজান মাসের শুরুতে মুসলিমদের জন্য কিছু একটা করবেন বলে মনস্থির করেন তিনি। দিল্লীসহ ভারতের প্রায় সব অঞ্চলে রমজানে প্রচণ্ড গরম পড়েছে। তিনি সিদ্ধান্ত নিলেন, রোজাদারদের বিনা ভাড়ায় গন্তব্যে পৌঁছে দেবেন।

প্রথম রোজা থেকেই এই সেবা শুরু করেন তিনি। নিজের অটোর সামনে একটি স্টিকারও লাগিয়েছেন, যেখানে লেখা ‘শুধু রোজাদার ব্যক্তিদের জন্য ফ্রি অটো সার্ভিস’।

প্রহ্লাদ জানিয়েছেন, ভাড়ার ট্রিপের পাশাপাশি দিনে ৮ থেকে ১০টি ফ্রি ট্রিপ দিচ্ছেন রোজাদারদের জন্য। এতে অবশ্য তার কিছুটা ক্ষতি হচ্ছে। কিন্তু এরপরও তিনি খুশি।

তিনি বলছেন, দিনের বেলার এই কড়া রোদে রোজাদারদের একটু হলেও উপকারে আসতে পেরে আমি খুশি। এর মাধ্যমে তাদের দোয়া পাবো, এটাই যথেষ্ট।

তিনি জানান, আসলে সবার ধর্মই এক। ঈশ্বর তো একজন। লোকে শুধু আমাদের মধ্যে পার্থক্য খুঁজে বের করে। এই মানসিকতা বদলাতে হবে।