logo
আপডেট : 15 June, 2018 01:04
মহাকাশে আবারো গোয়েন্দা উপগ্রহ পাঠালো জাপান
মেইল ডেস্ক

মহাকাশে আবারো গোয়েন্দা উপগ্রহ পাঠালো জাপান

জাপানের অ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি মহাকাশে একটি গোয়েন্দা উপগ্রহ পাঠিয়েছে। 

দেশটির কাগোশিমা জেলার তানেগাশিমা মহাকাশ কেন্দ্র থেকে উৎক্ষেপিত একটি রকেটের মাধ্যমে এই উপগ্রহ মহাকাশে মোতায়েন করা হয়। এই নিয়ে জাপান মহাকাশের কক্ষপথে মোট আটটি গোয়েন্দা উপগ্রহের মালিক হলো।

নতুন এই গোয়েন্দা উপগ্রহটি একটি আইজিএস-৬ রাডার স্যাটেলাইট। জাপানের মহাকাশ গবেষণা সংস্থা জাক্সা এবং মিতসুবিশি হেভি ইন্ড্রাস্ট্রিজ এটি যৌথভাবে তৈরি করেছে। এর মাধ্যমে জাপান উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচীর সাম্প্রতিক পরিস্থিতির উপর তীক্ষ্ম নজর রাখতে পারবে। 

এছাড়াও, আইজিএস-৬ জাপানের দুর্যোগপ্রবণ এলাকাগুলিতে উদ্ধারকাজ চালাতে গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে সাহায্য করবে।

আইজিএস-৬ এ সংযুক্ত আছে একটি সর্বাধুনিক মডেলের সিন্থেটিক অ্যাপারেচার রাডার ইমেজিং ব্যবস্থা। এর ফলে স্যাটেলাইটটি যেকোন আবহাওয়ায় দিনে বা রাতে যেকোন সময় লক্ষ্যবস্তুর পরিস্কার ছবি তুলতে সক্ষম।