logo
আপডেট : 18 June, 2018 14:06
ইয়েমেনে সৌদি জোটের ১৬০ সেনা আটক
মেইল রিপোর্ট

ইয়েমেনে সৌদি জোটের ১৬০ সেনা আটক

সৌদি জোটের ১৬০ সেনাকে আটক করেছে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সেনারা। হুদায়দা শহরে অভিযান চালাতে গিয়ে শনিবার পর্যন্ত এসব সেনা আটকা পড়ে। 

আনসারুল্লাহ আন্দোলনের রাজনৈতিক শাখার অন্যতম সদস্য আলী আল-ইমদাদ রোববার লেবাননের আল-মায়াদিন টেলিভিশনকে এ তথ্য জানিয়েছেন। 

তিনি বলেন, সৌদি জোটের শত্রুতামূলক বিমান হামলা থেকে রক্ষার জন্য আটক সেনাদেরকে হুদায়দা শহরের বাইরে নিয়ে যাওয়া হয়েছে।

ইয়েমেনের সেনারা এখনো হুদায়দা শহর নিয়ন্ত্রণ করছে বলে বিবৃতি প্রকাশের পর সৌদি জোটের সেনাদের আটকের খবর দিলেন আলী ইমদাদ। এসব সেনা হুদায়দা শহরের বিভিন্ন স্থানে হামলার চেষ্টা করেছিল। 

হুদায়দা সমুদ্রবন্দরের নিয়ন্ত্রণ নেয়ার জন্য তিনদিন আগে সৌদি জোট ব্যাপক হামলা শুরু করে। তবে ইয়েমেনের হুথি যোদ্ধা ও তাদের অনুগত সেনারা শত্রুদের হামলা মোকাবেলা করে আসছে। হুদায়দা বিমানবন্দর দখল নিয়ে সৌদি জোটের দাবি নাকচ করেছে হুথিরা।