logo
আপডেট : 21 June, 2018 12:44
তালেবানের হামলায় ২৮ আফগান সেনা নিহত
মেইল রিপোর্ট

তালেবানের হামলায় ২৮ আফগান সেনা নিহত

ছবি: সংগৃহীত

আফগান সরকারের একতরফা যুদ্ধবিরতিতে সহিংসতায় পঞ্চাশের বেশি তালেবান ও ২৮ আফগান সেনা নিহত হয়েছে।

আফগান সরকার ও স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে বলে আনাদলু এজেন্সি নিশ্চিত করেছে।

আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করে উত্তর-পশ্চিম বাগদিস প্রদেশে বুধবার রাতে বিদ্রোহীরা নিরাপত্তাচৌকিতে হামলা চালায়। এতে ১১ সেনাসদস্য নিহত ও নয়জন আহত হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রাডমানেস আনাদলু এজেন্সিকে জানায়, তালেবানরা বালা মুগাব জেলায় আফগান সেনাদের ওপর আক্রমণ চালায়।

তিনি বলেন, তালেবানরা যখন আক্রমণ চালায়, আমাদের সৈন্যরা যুদ্ধবিরতিতে শৃঙ্খলার সঙ্গে ধৈর্য ধরেছিল।

এদিকে প্রাদেশিক প্রশাসন বলেছে যে, তালেবানদের প্রাথমিক আক্রমণে ১০ জন সৈন্য নিহত হয়। সংঘর্ষের স্থানে যাওয়ার পথে পথে দুটি সাঁজোয়া যানের মধ্যে ২১ জন নিহত হয়।

আফগান ন্যাশনাল পুলিশ (এএনপি) প্রদেশের সদর দফতর জানায়, সংঘর্ষে কমপক্ষে ৫৩ তালেবান বিদ্রোহী নিহত হয়েছে।

বুধবার ভোরে দেশটির প্রধানমন্ত্রী মোহাম্মদ আশরাফ গণি বলেন, তালেবান যদি রাজি থাকে সরকার ঐতিহাসিক শান্তির লক্ষে ১ বছরের জন্য যুদ্ধবিরতির জন্য রাজি আছে।

এদিকে, এক বিবৃতিতে তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এসব দাবি অস্বীকার করে জানায়, এগুলো সরকারি সংবাদ সংস্থার প্রচারণা। ঈদের যুদ্ধবিরতির পর তালেবানরা কয়েকটি সহিংসতায় ভালো ফলাফল করেছে।