সাগরে মাছ ধরার সময় ৩ ফিলিস্তিনি জেলেকে ধরে নিয়ে গেছে ইসরাইলের নৌবাহিনীর সদস্যরা।
অধিকৃত গাজার আল-সুদানিয়া এলাকার উপকূলে একটি ফিলিস্তিনি মাছ ধরার নৌকা থেকে অস্ত্রের মুখে জিম্মি করে ওই ৩ জেলেকে আটক করে নিয়ে যায় ইসরাইলি বাহিনী।
গাজার মৎস্যজীবী ইউনিয়নের প্রধান নিজার আয়াস সাংবাদিকদের জানান, মাছ শিকার করে গাজার ৫০ হাজার বাসিন্দা জীবিকা নির্বাহ করছে।
কিন্তু দখলদার ইসরাইলি বাহিনী বিনা উসকানিতে নিরপরাধ ফিলিস্তিনিদের ধরে নিয়ে যাচ্ছে। আগে গাজা উপকূলের ৩ নটিক্যাল মাইলের মধ্যে মাছ শিতার করতে পারতো ফিলিস্তিনিরা। কিন্তু বর্তমানে ইরাইলি কর্তৃপক্ষ তা বাড়িয়ে ৯ নটিক্যাল মাইল করলেও ফিলিস্তিনি জেলেদের উপর চালানো হামলা-নির্যাতন বন্ধ হচ্ছে না।