সিরিয়া সীমান্ত থেকে আসা একটি ড্রোন লক্ষ্য করে ইসরাইল থেকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র লক্ষ্যে আঘাত হানতে ব্যর্থ হয়েছে।
ক্ষেপণাস্ত্র হামলার পরপরই সিরিয়ার ওই পাইলটবিহীন ড্রোনটি ফিরে যেতে বাধ্য হয়।
রোববার এক বিবৃতিতে ইসরাইলের সামরিক বাহিনী বলেছে, ড্রোন ভূপাতিত করার জন্য পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা থেকে ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়েছিল। কিন্তু ক্ষেপণাস্ত্রটি কোথায় আঘাত হেনেছে তা চিহ্নিত করা যায়নি।
সেনাবাহিনীর বিবৃতিতে এর চেয়ে বেশি কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
তবে অধিকৃত ভূখণ্ডের সাফেদ শহরের বাসিন্দারা সাইরেনের শব্দ শুনেছে এবং আকাশে সাদা ধোঁয়ার রেখা দেখতে পেয়েছে।
তারা এই ধোঁয়ার রেখার ছবি বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে শেয়ার করেছে।