logo
আপডেট : 28 June, 2018 00:31
সমুদ্রে ইউরোপ যাওয়ার পথে নৌবাহিনীর হাতে ২০০ অভিবাসী
মেইল ডেস্ক

সমুদ্রে ইউরোপ যাওয়ার পথে নৌবাহিনীর হাতে ২০০ অভিবাসী

ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ যাওয়ার পথে ২০০ জন অভিবাসীকে উদ্ধার করেছে লিবিয়ার নৌবাহিনী। 

দেশটির নৌবাহিনীর বরাত দিয়ে বুধবার আনাদলু এজেন্সি এ খবর জানিয়েছে।
 
এতে বলা হয় লিবিয়ার উপকূলীয় আল কারাবলি শহর থেকে ২৫ মাইল দূর থেকে অভিবাসীদের উদ্ধার করা হয়েছিল। উদ্ধারকৃতরা সবাই আফ্রিকান।

প্রসঙ্গত, ইউএন মাইগ্রেশন এজেন্সির হিসাবে এ বছরে সমুদ্রপথে ইউরোপ যাওয়ার পথে ৭৮৫ অভিবাসী নিহত হয়েছে।

এদিকে লিবিয়ার নৌবাহিনীর হিসাবে ২০১৭ সালে সমুদ্র থেকে এক হাজার ৬০০ অভিবাসীকে উদ্ধার করা হয়েছিল।