ভারতের ঝাড়খন্ড রাজ্যের গারওয়া জেলায় মাওবাদীদের ল্যান্ড লাইন বিস্ফোরনে মৃত্যু হয়েছে ঝাড়খন্ডের জাগুয়ার ফোর্সের ৬ জওয়ানের। জখম হয়েছেন আরও ৫ জন।
মঙ্গলবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে।
ঝাড়খন্ড পুলিশের ডিআইজি বিপুল শুক্লা জানিয়েছেন, গোপনসুত্রে পুলিশের কাছে খবর আসে গারওয়া জেলার চিনজো এলাকায় কয়েকজন মাওবাদী আত্মগোপন করে রয়েছে। সেই খবর পাওয়ামাত্র মঙ্গলবার সন্ধ্যায় সেখানে অভিযানে যায় ঝাড়খন্ড সশস্ত্র পুলিশের জাগুয়ার ফোর্সের জওয়ানরা। জওয়ানরা এলাকা জুড়ে তল্লাশি অভিযান শুরু করতেই মাওবাদীরা ল্যান্ডলাইন বিস্ফোরন ঘটিয়ে গুলি চালাতে শুরু করে। মাওবাদীদের আচমকা গুলিবর্ষনে মৃত্যু হয় ৬ জওয়ানের। আহত হন আরও ৫ জন।
মাও হামলার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যায় বিশাল পুলিশ বাহিনী। রাতভর গোটা এলাকা ঘিরে মাওবাদীদের খোঁজে চিরুনী তল্লাশি শুরু করে জওয়ানরা।