২০১৮ সালের ১ জানুয়ারি পর্যন্ত দেশের জনসংখ্যা ১৬ কোটি ৩৬ লাখ ৫০ হাজার বলে জানিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।
ব্যুরোর মনিটরিং দ্য সিচুয়েশন অব ভাইটাল স্ট্যাটিসটিকস অব বাংলাদেশ (এমএসভিএসবি) শীর্ষক প্রতিবেদনে জনসংখ্যার এ প্রাক্কলিত হিসাব তুলে ধরা হয়েছে।
এর আগে ২০১৭ সালের ১ জুলাই জনসংখ্যার প্রাক্কলন করা হয়েছিল ১৬ কোটি ২৭ লাখ।
ওই হিসাব অনুযায়ী পুরুষের সংখ্যা ৮ কোটি ১৯ লাখ ১০ হাজার, নারীর সংখ্যা ৮ কোটি ১৭ লাখ ৪০ হাজার।
২০১৩ সাল থেকে একই হারে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। অর্থাৎ জনসংখ্যা বৃদ্ধির হার ১ দশমিক ৩৭ শতাংশেই স্থির রয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০১৭ সালের হিসাব অনুযায়ী দেশের জনসংখ্যার শতকরা ৮৮ দশমিক ৪ জন মুসলিম এবং শতকরা ১১ দশমিক ৬ জন অন্যান্য ধর্মের অনুসারী। ২০১৬ সালের প্রতিবেদনেও একই তথ্য জানানো হয়েছিল।