যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা সত্ত্বেও তেল রপ্তানি কিভাবে চালিয়ে যাওয়া যায় এ বিষয়টি নিয়ে গবেষণা করছে ইরান। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিই বলেন, ইরানের সরকারের বিরুদ্ধাচরণ করাই যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার অন্যতম কারণ।
সংবাদ সংস্থাটিতে বলা হয়, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার পেছনে কয়েকটি সম্ভাব্য কারণ রয়েছে, তবে একটি কমিটি গঠন করে দেয়া হবে যেখানে গ্রাহকদের যোগ্যতা এবং তেল বিক্রয়ের মধ্য দিয়ে কিভাবে আয় করতে হয় এ বিষয়েও গবেষণা করা হবে।
যুক্তরাষ্ট্র এমনভাবে উপসাগরীয় মুসলিম দেশগুলোর সাথে আচরণ করছিল যেন শিয়া অধ্যুষিত মুসলিম দেশ ইরান তাদের প্রধান শত্রু।
খামেনিই দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে বলেন, যদি যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে থাকে তবে অন্যান্য কোনো দেশের সাথে জোট গঠন করার প্রয়োজন পড়বেনা।