logo
আপডেট : 2 July, 2018 00:36
আফগানিস্তানের জালালাবাদে আত্মঘাতী বোমা হামলা; নিহত ১৯
মেইল রিপোর্ট

আফগানিস্তানের জালালাবাদে আত্মঘাতী বোমা হামলা; নিহত ১৯

আফগানিস্তানের জালালাবাদে একটি আত্মঘাতী বোমা বিস্ফোরণে অন্তত ১৯ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। 

জানা গেছে, জালালাবাদের একটি গাড়িতে বোমা বিস্ফোরণটি চালানো হয়। নিহতদের অধিকাংশই দেশটির সংখ্যালঘু শিখ সম্প্রদায়ের।
 
বিস্ফোরণের মাত্র কয়েকঘণ্টা আগে দেশটির প্রেসিডেন্ট আশরাফ ঘানি নানগরহার প্রদেশের রাজধানী জালালাবাদে একটি হাসপাতাল উদ্বোধন করেন।

প্রেসিডেন্টের সঙ্গে দেখা করতে শিখ সম্প্রদায়ের একটি দল গাড়িতে করে যাচ্ছিলেন। তাদের গাড়ি লক্ষ্য করে আত্মঘাতী হামলা চালানো হয়।

রোববার নগরীর মুখাবেরাত স্কয়ারে ওই বিস্ফোরণের ধাক্কায় আশেপাশের দোকান এবং বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান প্রাদেশিক সরকারের কর্মকর্তারা।

নিহতদের মধ্যে অন্তত ১০ জন শিখ সম্প্রদায়ের বলে জানান কার্মকর্তারা। হামলায় আর ২০ জন আহত হয়েছেন। এখন পর্যন্ত এ হামলার দায় কেউ স্বীকার করেনি।

কিন্তু পাকিস্তান সীমান্তবর্তী আফগান প্রদেশ নানগারহার গত কয়েক বছর ধরে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের শক্ত ঘাঁটিতে পরিণত হয়েছে।

মধ্যপ্রাচ্য ভিত্তিক জঙ্গি দলটি প্রায়ই সেখানে হামলা চালিয়ে নিজেদের অস্তিত্ত্ব জানান দেয়।

গত মাসে ঈদুল-ফিতর উপলক্ষ্যে আফগান সরকার ও তালেবানের মধ্যে তিন দিনের ‍যুদ্ধবিরতি ঘোষণা করার মধ্য দিয়ে অনেকেই দেশটিতে শান্তি ফিরে আসবে বলে স্বপ্ন দেখেছিল। যদিও আইএস ওই যুদ্ধবিরতির আওতায় ছিল না।

কিন্তু তিনদিনের যুদ্ধবিরতির মধ্যেই তালেবান ও আফগান সেনাদের জমায়াতে বোমা হামলার পর তালেবান নেতারা যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে রাজি হয়নি।