logo
আপডেট : 2 July, 2018 00:57
রোহিঙ্গাদের খবরের কারণে সাংবাদিক কারাগারে
মেইল রিপোর্ট

রোহিঙ্গাদের খবরের কারণে সাংবাদিক কারাগারে

আটক রয়টার্সের সাংবাদিক ওয়া লন (ছবি: রয়টার্স)

রোহিঙ্গা মুসলমানদের ওপর মিয়ানমার সেনাবাহিনীর অভিযান সম্পর্কে তথ্য সংগ্রহ করতে গিয়ে গ্রেপ্তার হয়েছিলেন রয়টার্সের সাংবাদিক ওয়া লন। ব্রিটিশ আমলের ‘সিক্রেটস অ্যাক্ট’ এর অধীনে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়৷
 
এ ঘটনায় মিয়ানমার সরকার গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করে দেশের গণতান্ত্রিক ভাবমূর্তিকে নষ্ট করছে বলে অভিযোগ উঠছে৷

তবে মিয়ানমারের তথ্য মন্ত্রণালয় দাবি করেছে, বিদেশি গণমাধ্যমে প্রচারের জন্য অবৈধভাবে তারা তথ্য সংগ্রহ করছিলেন৷

এই সাংবাদিককে আদলতে তোলা হলে আদালত চত্বরে উপচে পড়া ভিড় হয় তাকে দেখতে।

মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ মনে করে, রোহিঙ্গাদের জাতিগতভাবে নির্মূলের ঘটনা যাতে কেউ জানতে না পারে সে জন্য এই সাংবাদিক আটক করা হয়েছে৷