logo
আপডেট : 4 July, 2018 01:39
তুরস্কে সর্বাধুনিক পারমাণবিক বোমা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র, উদ্বেগে রাশিয়া
মেইল রিপোর্ট

তুরস্কে সর্বাধুনিক পারমাণবিক বোমা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র, উদ্বেগে রাশিয়া

যুক্তরাষ্ট্রের সর্বাধুনিক পারমাণবিক বোমা বি-৬১ এর ১২তম সংস্করণ (সংগৃহীত ছবি)

যুক্তরাষ্ট্রের সর্বাধুনিক পারমাণবিক বোমা হচ্ছে বি-৬১ পারমাণবিক বোমার ১৩তম সংস্করণ। গত সপ্তাহে বি-২ যুদ্ধবিমানে করে এই বোমা নিক্ষেপের সফল পরীক্ষা চালিয়েছে যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্র এ পরীক্ষা চালানোর পর এর নিন্দা জানিয়েছে রাশিয়ার সামরিক বিশেষজ্ঞ ও রাষ্ট্রীয় গণমাধ্যম। এ ঘটনায় উদ্বেগও প্রকাশ করেছে রাশিয়া সরকার।

যুক্তরাষ্ট্র তাদের এই সর্বাধুনিক পারমাণবিক বোমা তুরস্কে মোতায়েন করার চিন্তা করছে বলে রাশিয়ার গণমাধ্যমে উল্লেখ করা হয়েছে।

রাশিয়ান সেনাবাহিনীর সাবেক কর্নেল ও সামরিক বিশ্লেষক আলেকজান্ডার ঝিলিন দেশটির রাষ্ট্রীয় বার্তাসংস্থা আরআইএকে বলছেন, ‘পারমাণবিক অস্ত্র নিয়ে যুক্তরাষ্ট্রের এখনো আগ্রাসী মানসিকতা রয়েছে। যুক্তরাষ্ট্রের এ মানসিকতা বর্বর বলে মন্তব্য করেন তিনি।

রাশিয়ার গণমাধ্যম আরআইএ এ মন্তব্য করা হয়েছে, তুরস্কের ইনকিরলিক বিমানঘাঁটিতে যুক্তরাষ্ট্র তার নতুন এই বোমা ও বহকারী বিমান মোতায়েন করবে। এছাড়া এটি ইতালি, বেলজিয়াম, জার্মানি ও নেদারল্যান্ডেও করা হতে পারে।