logo
আপডেট : 8 July, 2018 18:20
তেহরানে আইএস হামলার ঘটনায় আট জনের মৃত্যুদন্ড কার্যকর
মেইল রিপোর্ট

তেহরানে আইএস হামলার ঘটনায় আট জনের মৃত্যুদন্ড কার্যকর

তেহরানে গত বছরের দুটি হামলার ঘটনায় আট ব্যক্তির মৃত্যুদন্ড কার্যকর করা হয়েছে। আইএস এসব হামলার দায় স্বীকার করে।

ইরানি সংবাদমাধ্যম মিজান অনলাইনের খবরে বলা হয়, অপরাধী সাব্যস্ত হওয়া ওই ব্যক্তিরা সরাসরি আইএস-এর জিহাদিদের সঙ্গে যুক্ত থেকে ২০১৭ সালের ৭ জুন এসব হামলা চালায়।

ঠিক কখন তাদের এ দন্ড প্রদান করা হয় সে সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য জানা যায় নাই। তবে বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, শনিবার তাদের এ দন্ড দেয়া হয়।

আইএস ইরানের পার্লামেন্টে ও বিপ্লবী নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির মাজারে দুইটি হামলার দায় স্বীকার করে। এসব হামলায় ১৭ জন নিহত ও বেশ কিছু সংখ্যক আহত হয়।

ইরাকী ও সিরিয়ার কর্তৃপক্ষকে আইএস-বিরোধী লড়াইয়ে সমর্থন দেয়ায় আইএস ইরানকে তাদের হামলার লক্ষ্যবস্তু করে।

মিজান অনলাইন জানায়, এ হামলায় সন্দেহজনক আরো কেউ জড়িত কিনা- তা তদন্ত করার আইনী প্রক্রিয়া অব্যাহত রয়েছে।