logo
আপডেট : 11 July, 2018 13:10
মিয়ানমার ও লাওসের ওপর মার্কিন ভিসা নিষেধাজ্ঞা
মেইল রিপোর্ট

মিয়ানমার ও লাওসের ওপর মার্কিন ভিসা নিষেধাজ্ঞা

মিয়ানমার ও লাওসের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। দেশ দুটির অবৈধ অভিবাসীদের নিজ দেশে ফিরিয়ে নেয়ার বিষয়ে আহবান জানিয়েছিল যুক্তরাষ্ট্র। কিন্তু এতে সাড়া দেয়নি মিয়ানমান ও লাওস। আর এ কারণে দেশ দুটির ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। 

মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ এক বিবৃতিতে এ কথা জানিয়েছে।

মিয়ানমার ও লাওসে সুনির্দিষ্ট কিছু ক্যাটাগরিতে ভিসার আবেদনের ওপর কড়াকড়ি আরোপের নির্দেশ দিয়েছে ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্রের দূতাবাস ইয়াঙ্গুনে বি-১ (কর্ম) ও বি-২ (ভ্রমণ) ক্যাটাগরির সব নন-ইমিগ্রান্ট ভিসা দেয়া বন্ধ করেছে। 

বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র থেকে নিজেদের দেশের নাগরিকদের ফেরত নিতে বলা হলেও তা বাস্তবায়নে অযথা বিলম্ব করেছে মিয়ানমার ও লাওস।  এ কারণে দেশ দুটির ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হলো।