যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে 'যৌন সম্পর্ক' স্থাপনের দাবি করা পর্নো তারকা স্টর্মি ডেনিয়েলসকে গ্রেফতার করা হয়েছে। দেশটির ওহিয়ো অঙ্গরাজ্যের একটি ক্লাব থেকে তাকে গ্রেফতার করা হয় বলে ডেনিয়েলসের আইনজীবীর বরাত দিয়ে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে।
যৌনঘটিত ব্যাপারে ডেনিয়েলসের গ্রেফতারের ব্যাপারটি তার আইনজীবী মিশেল আভেন্তি এক টুইটার বার্তায়ও নিশ্চিত করেছেন। পর্নো জগতে আসার আগে ডেনিয়েলসের নাম ছিল স্টেফানি ক্লিফোর্ড। পরে তিনি তা পাল্টে ফেলেন।
নির্বাচনে লড়ার আগে বেশ কিছু কেলেংকারির খবর রটে ট্রাম্পের বিরুদ্ধে। যার মধ্যে ডেনিয়েলসের খবরটিও একটি। ২০০৬ সালে ডোনাল্ড ট্রাম্পের শয্যাসঙ্গী হয়েছিলেন বলে দাবি করেছিলেন ডেনিয়েলস।
অবশ্য পর্নো তারকার সঙ্গে 'যৌন জীবন' কাটানোর এই অভিযোগ বারবারই অস্বীকার করে আসছেন প্রেসিডেন্ট ট্রাম্প। ডেনিয়েলসের আইনজীবী তাকে গ্রেফতারের বিয়ষটিকে 'সাজানো ও 'রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত' বলে অভিযোগ করেছেন।
পুলিশের একজন কর্মকর্তা নাম না প্রকাশ করার শর্তে পর্নো তারকা ডেনিয়েলসকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এর বেশি কিছু বলতে চাননি তিনি।