দু'দিন পর ১৮ জুলাই ম্যান্ডেলার ১০০তম জন্মদিন। এদিন নানা কর্মসূচি ও আয়োজনের মাধ্যমে তার জন্মশতবার্ষিকী পালন করবে দক্ষিণ আফ্রিকা। এর মধ্যে রয়েছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার ভাষণ।
২০১৭ সালের হোয়াইট হাউস ছাড়ার পর এটার তার গুরুত্বপূর্ণ কোনো ভাষণ। ম্যান্ডেলার দেখানো পথ ভুলে যাওয়া কৃষ্ণাঙ্গদের পথ দেখাবেন আরেক কৃষ্ণাঙ্গ নেতা ওবামা।
আগামীকাল ১৭ জুলাই জোহানেসবার্গে এই ভাষণ দেবেন তিনি।
এই ভাষণ অনুষ্ঠানের আয়োজন করছে নেলসন ম্যান্ডেলা ফাউন্ডেশন। ওবামার ভাষণের তথ্য নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত সহযোগী বেঞ্জামিন রোডস।
সাদা চামড়ার ঔপনিবেশিক শোষকদের বর্ণবাদকে চূর্ণ-বিচূর্ণ করে সব জাতি-বর্ণের মানুষকে তিনি শিখিয়েছিলেন ভ্রাতৃত্ব, ঐক্য ও সংহতির মহৎ আদর্শ। কেবল দক্ষিণ আফ্রিকারই নয়, তিনি হয়ে উঠেছেন সারা বিশ্বের মানবজাতির মুক্তির সেনানী, অগ্রপথিক। সেই মহানায়ক হলেন নেলসন ম্যান্ডেলা। বর্ণবাদের বিরুদ্ধে এক অবিসংবাদিত নেতা।