logo
আপডেট : 16 July, 2018 21:07
শীত মৌসুমে হবে ২০২২ কাতার ফুটবল বিশ্বকাপ

শীত মৌসুমে হবে ২০২২ কাতার ফুটবল বিশ্বকাপ

আকবর হোসেন বাচ্চু, কাতার প্রতিনিধি: ফিফা ফুটবল বিশ্বকাপ গ্রীষ্ম মৌসুমে অনুষ্ঠিত হয়ে থাকে জুন-জুলাইয়ে। ১৯৩০ সাল থেকেই এমন নিয়ম মেনে আসছে ফিফা। কিন্তু ২০২২ সালে কাতারে অনুষ্ঠেয় বিশ্বকাপ এবার জুন-জুলাইয়ে নয়, শীত মৌসুমে নভেম্বর- ডিসেম্বরে, কাতার বিশ্বকাপের জন্য সময়সীমা চূড়ান্ত করেছে ফিফা। ফুটবল বিশ্বকাপের পরবর্তী আসর ২১ নভেম্বর শুরু হয়ে শেষ হবে ১৮ ডিসেম্বর। বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে প্রথমবার ২০২২ সালে কাতারে চিরাচরিত জুন-জুলাই মাসে বিশ্বকাপ নয়। চার বছর পরে কাতারে বিশ্বকাপ হবে শীতকালেই। জানিয়ে দিল ফিফা।

শুক্রবার ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো জানান, কাতারে বিশ্বকাপ হবে ২১ নভেম্বর থেকে ২৮ ডিসেম্বর। ২০২২ সালে বিশ্বকাপ আয়োজন করবে কাতার, তা তো চূড়ান্ত ছিলো। কিন্তু কবে হবে তা নিয়ে ছিল ধোঁয়াশা। শুক্রবার চূড়ান্ত হলো, ২১ নভেম্বর শুরু হয়ে শেষ হবে ১৮ ডিসেম্বর। অর্থাৎ ২৮ দিনেই শেষ হয়ে যাবে বহু আলোচিত কাতার বিশ্বকাপ।
 
কাতারে বিশ্বকাপ আয়োজন নিয়ে নানা সমালোচনা হচ্ছে। এই সমালোচনা উড়িয়ে দিতে সবধরনের চেষ্টা চালাচ্ছে আয়োজক কাতার। এরই মধ্যে ৮টি স্টেডিয়াম বিশ্বকাপের জন্য প্রস্তুত করছে তারা, যেগুলো সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত। ২০ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সবাই খেলতে পারবেন, সেই নিশ্চয়তা দিয়েছে কর্তৃপক্ষ।
২১নভেম্বর শুরু হবে শেষ হবে ১৮ডিসেম্বর, আর এই ১৮ডিসেম্বর হচ্ছে কাতারের জাতীয় দিবস।